বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানকে সপরিবারে হত্যার দিনে আওয়ামী লীগের শোক পালনকে ব্যঙ্গ করে ডিজে পার্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ও কবি জসীমউদ্দিন হলের একদল শিক্ষার্থী।
এ দুই হলে শুক্রবার ১৫ অগাস্টের প্রথম প্রহর ডিজে গান বাজিয়ে ‘উদযাপন’ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে একজোড়া সাউন্ড সিস্টেম বসিয়ে ‘পার্টি’ চলছে। কবি জসীমউদ্দিন হলেও দেখা গেছে একই রকম চিত্র।
মাস্টারদা সূর্যসেন হলে এমন পার্টির আয়োজকদের একজন হলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী আজিজুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রশ্নের উত্তরে বলেন,গত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ অগাস্ট এলেই হলে হলে শিক্ষার্থীদের ‘জোর করে’ শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হত।
“সেই ক্ষোভ থেকেই হলের সবাই মিলে ১৫ অগাষ্টের শোক দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের গানগুলো দিয়েই উল্লাস করছে আজ।”
স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।
তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি।
আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে পুরো অগাস্ট মাসজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের। ১৫ অগাস্ট ছিল ‘জাতীয় শোক দিবস’, সরকারি ছুটির দিন।
চব্বিশের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ১৫ অগাস্টের জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করে। রাষ্ট্রীয়ভাবে দিনটি আর পালন করা হয় না।